1। বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি পেয়ে 99.22% এ উন্নিত হয়েছে। 2। বিদ্যালয়ে ঝড়ে পরার হার 28% থেকে কমে 12.34% এ হয়েছে। 3। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো ক্লাশরুম উপযোগী সজ্জিত করা হয়েছে। 4। মাল্টিমিডিয়া ক্লাশরুমের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। 5। অধিকাংশ বিদ্যালয়ে কাবদল গঠনের মাধ্যমে কাব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস